ইন্টিলিজেন্স ব্যুরোয় মাধ্যমিক যোগ্যতায় ১০৫৪ সিকিউরিটি অ্যাসিস্টান্ট নিয়োগ
বেঙ্গলরিডার : ইন্টিলিজেন্স ব্যুরোয় সিকিউরিটি অ্যাসিস্টান্ট ( এক্সিকিউটিভ) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হল। চাকরি হবে কলকাতা সহ ৩৪ টি ইন্টিলিজেন্স ব্যুরো সেন্টারে।চাকরীর ডিটেইলস নিন্মে দেওয়া হল।
Security Assistance / Executive Exam 2018
চাকরীর ডিটেইলস নিন্মে দেওয়া হল :
মোট শূন্যপদ – ১০৫৪
বেতনক্রম – ৫২০০/- ২০২০০ /- টাকা। সাথে গ্রেড পে ২০০০/- টাকা।
যোগ্যতা : স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাশ। স্থানীয় ভাষা জানতে হবে।
বয়সসীমা : প্রার্থীর বয়েস ২৭ বছরের মধ্যে হতে হবে। এসসি/এসটি ও অনান্য রা নির্দিষ্ট নিয়মানুযায়ী বয়েসের ছাড় পাবেন।
নিয়োগ কিভাবে হবে?
নিয়োগ হবে তিনটি ধাপে। প্রথমে অবজেক্টটিভ টাইপের টায়ার – ১ পরীক্ষা। পাশ করলে টায়ার – ২ পরীক্ষা। টায়ার- ২ পরীক্ষা হবে ডেস্ক্রাইব। সবশেষে টায়ার- ৩ অথার্ৎ ইন্টারভিউ/ পারসোনালিটি টেস্ট।
পরীক্ষার সিলেবাস :
টায়ার – ১ পরীক্ষা : পরীক্ষার মোট নম্বর – ১০০।সময় ২ ঘন্টা। অবজেক্টটিভ টাইপের প্রশ্ন হবে। প্রতি প্রশ্নের নম্বর ১।
- জেনারেল অ্যাওয়ারনেস ( ৪০ টি প্রশ্ন)
- কোয়ান্টেটিভ অ্যাপ্টিটিউড ( ২০ টি প্রশ্ন)
- লজিক্যাল/অ্যানালিটিকাল অ্যাবিলিটি ( ২০ টি প্রশ্ন)
- ইংরাজী (২০ টি প্রশ্ন)
টায়ার – ২ পরীক্ষা : মোট নম্বর- ৫০ । সময় – ১ ঘন্টা। পাশ করার জন্যে ২০ নম্বর পেতে হবে। ডেস্ক্রাইব টাইপ প্রশ্নে থাকবে –
- একটি ৫০০ শব্দের প্যাসেজের লোকাল ল্যাঙ্গুয়েজ থেকে ইংরাজীতে ট্রান্সলেসান।( ৪০ নম্বর)
- স্পোকেন অ্যাবিলিটি।( ১০ নম্বর)
টায়ার – ৩ পরীক্ষা – পারসোনালিটি টেস্টে থাকবে ৫০ নম্বর।
আবেদন ফী : ৫০ টাকা। এসসি/এসটি, প্রতিবন্ধী ও মহিলাদের কোনো ফী লাগবে না। আবেদন ফী জমাদিতে পারবের অফলাইন ও অনলাইনে। অনলাইনে ক্রেডিট/ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে জমা দিতে পারবেন। আর অফলাইনে স্টেট ব্যাঙ্কের যেকোনো ব্রাঞ্চে চালানের মাধ্যমের জমা দিতে পারবেন।
Read More : পূর্ব রেলওয়ে তে ২৯০৭ অ্যাপ্রেন্টিস নিয়োগ
কিভাবে আবেদন করবেন?
আবেদন করার আগে নীচ থেকে অফিসায়াল নোটিস টি ডাউনলোড করে পড়ে নিন। যোগ্য প্রার্থী রা অনলাইনে আবেদন করুন এই লিঙ্কে গিয়ে http://www.mha.gov.in/ ‘নিউ ইউজার’ এ সাইনআপ করুন। অথবা এই লিঙ্কে গিয়ে http://www.mha.gov.in/ । আবেদন শুরু হয়ে গেছে। আবেদন করার শেষ তারিখ ১০/১১/২০১৮ তারিখ রাত ১২ টা। কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন।
অফিসিয়াল নোটিস ডাউনলোড করুন : ক্লিক করুন
Join Our Facebook Free Job Alert Daily
Sir hight koto lagbe….
erokom kichu bola hoi ni…notice ta pore nin