ওয়েস্ট বেঙ্গল সাব ইনসপেক্টর প্রিলি. ফল প্রকাশ | শারিরীক সক্ষমতার পরীক্ষার তারিখ
বেঙ্গল রিডার : ওয়েস্ট বেঙ্গল সাব ইনসপেক্টর / লেডি সাব ইনসপেক্টর প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ হল। আপনারা রেজাল্ট নীচে দেওয়া লিঙ্ক থেকে দেখতে পারেন।
WB Sub Inspector / Lady Inspector Preliminary Result 2018
প্রকাশিত নোটিসে PMT ও PET পরীক্ষার তারিখ ও বলে দেওয়া হয়েছে। ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট (PMT) ও ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট (PET) পরীক্ষার তারিখ ১৫/১১/২০১৮ তারিখ থেকে। PMT ও PET পরীক্ষার অ্যাডমিট ডাউনলোড করতে পারবেন ৫/১১/২০১৮ তারিখ থেকে।
কিভাবে নিজের রেজাল্ট দেখবেন?
প্রথমে নীচে দেওয়া লিঙ্কে ক্লিক করুন। ক্লিক করার সাথেই আপনার নতুন একটা পেজ খুলে যাবে। সেখানে আপনার অ্যাপলিকেশন নম্বর, জন্মতারিখ এবং আপনার জেলা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ‘সাবমিট’ বাটনে ক্লিক করবেন। প্রসঙ্গত মনে রাখবেন, পেজ না খুললে একটু পর পর চেষ্টা করুন। কারন সার্ভারের সমস্যা হতে পারে।
রাজ্য সাব ইনসপেক্টর / লেডি সাব ইনসপেক্টর প্রিলি. পরীক্ষার রেজাল্ট দেখুন : http://policewb.gov.in/wbp/si-pre-written-2018.php
অফিসিয়াল নোটিস : ক্লিক করুন
Join Our Facebook For Latest Update
বি: দ্র: পোস্ট টি উপরের শেয়ার বাটনে গিয়ে হোয়াটঅ্যাপ, ফেসবুকে প্রচুর শেয়ার করে বন্ধুদের কাছে পৌঁছে দিন।