Bengal Reader

The Biggest Bengal's Education Portal

একনজরে আন্তর্জাতিক সংগঠনের মুখ্য পদাধিকার গন | পিডিএফ ডাউনলোড

পোস্টটি শেয়ার করুন
 • 158
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  158
  Shares

একনজরে আন্তর্জাতিক সংগঠনের মুখ্য পদাধিকার গন | পিডিএফ ডাউনলোড 

হ্যালো রিডার,

আপনি কি চাকরীর প্রস্তুতি নিচ্ছেন? তাহলে ‘বেঙ্গল রিডার’ আপনার জন্যে সব থেকে সঠিক জায়গা। জেনারেল নলেজ চাকরীর পরীক্ষার জন্যে খুবই গুরুত্বপূর্ন। তাই নিয়মিত বেঙ্গল রিডারে চাকরীর পরীক্ষায় উপযোগী জেনারেল নলেজ আপডেট দেওয়া হয়।

আন্তর্জাতিক সংগঠন

General Knowledge | World GK

আজকের পোস্টে গুরুত্বপূর্ন আন্তর্জাতিক সংগঠন গুলির মুখ্য পদাধিকারী দের নাম দেওয়া হল। পোস্টের নীচ থেকে পিডিএফ টি ডাউনলোড করে নেবেন।

আন্তর্জাতিক সংগঠনের মুখ্য পদাধিকারী গন :

১। ইউনাইটেড নেশনস-এর ডেপুটি সেক্রেটারি জেনারেল – আমিনা জে. মহম্মদ।

২। সম্মিলিতি জাতিপুঞ্জের (UNO) সেক্রেটারি জেনারেল – অ্যান্টোনিও গুটারেজ।

৩। ইউনেসকোর (UNESCO) ডিরেক্টর জেনারেল – ইরিনা বােকোভা।

৪। ইউনেসকোর মুখ্য অর্থ সচিব এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট – পল রােমার।

৫। ইউনিসেফ-এর এক্সিকিউটিভ ডিরেক্টর – অ্যান্টনি লেক।

৬। বিশ্ব অর্থ সংস্থার (IMF) ম্যানেজিং ডিরেক্টর – ক্রিশটিন লাগার্ডে।।

৭। হুর ( WHO) ডিরেক্টর জেনারেল – তেদ্রোজ আধানােম গেড্রেসাস।

৮। ফাও (Food and Agricultural Organisation)-এর ডিরেক্টর জেনারেল – জোস সিলভা।

৯। আই এল ওর ডিরেক্টর জেনারেল – গে রাইডার।

১০। আন্তর্জাতিক আদালতের প্রধান বিচারপতি — আব্দুলকুই আহমেদ ইউসুফ।

১১। এশিয়ান (ASEAN)-এর সেক্রেটারি জেনারেল – লি-লিয়ং মিন।

১২। বিশ্ব বাণিজ্য সংস্থার ডিরেক্টর জেনারেল – রবার্তো অ্যাজেভেদো।

১৩। ওপেক-এর সেক্রেটারি জেনারেল – মহম্মদ সানুসি বারকিন্দো।

১৪। এফবিআই (FBI) এর ডিরেক্টর – ক্রিস্টোফার রে।

Read More ইন্টিলিজেন্স ব্যুরোয় মাধ্যমিক যোগ্যতায় ১০৫৪ সিকিউরিটি অ্যাসিস্টান্ট নিয়োগ

১৫। আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের প্রেসিডেন্ট – আকিমি আদেশিনা।

১৬। ন্যাটো-এর চেয়ারম্যান জেনারেল – পিটার পাভেল।

১৭। সার্ক-এর সেক্রেটারি জেনারেল – আমজাদ হুসেন বি. সিয়াল।

১৮। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-এর সেক্রেটারি জেনারেল – সলিল শেট্টি।

১৯। ইসরাে-র চেয়ারম্যান – সিভান কে।

পোস্টটির পিডিএফ ডাউনলোডক্লিক করুন


পোস্টটি শেয়ার করুন
 • 158
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  158
  Shares

Recent Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Bengal Reader © 2018 GK Solve