পিএসসি ৮২৮ ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি শীঘ্রই | পিএসসি ক্লার্কশিপ
বেঙ্গল রিডার : এতদিন পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জন্যে যারা অপেক্ষা করে ছিলেন তাদের জন্যে সুখবর। রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে ৮৩৮ ক্লার্ক নিয়োগের অনুমোদন দিল রাজ্য পাবলিক সার্ভিস কমিশন।
PSC Clerkship Recruitment
আনান্দবাজার প্রত্রিকা তে খবর টি প্রকাশিত হয়েছে। বলা হয়েছে, ইতিমধ্যেই কমিশনের সুপারিশ প্রসাশনের কাছে পাঠানো হয়েছে। এবং খুব তাড়াতাড়ি প্রশাসনিক সংস্কার দপ্তর নিয়োগপত্র দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বলে খবর।
প্রসঙ্গত, প্রায় ৮ বছর পর রাজ্যে আবার ক্লার্ক পদে নিয়োগ করছে পিএসসি। মাঝে এই দায়িত্ব দেওয়া হয়েছিল স্টাফ সিলেকসন কমিশনের কাছে। আবার সম্প্রতি সেই দায়িত্ব স্থানান্তরিত হয় পিএসসি এর কাছে। সদ্য কমিশন ৮২৮ ক্লার্ক নিয়োগের সুপারিশ পাঠিয়েছে।এর সাথে সচিবালয় ও ডাইরেক্টরেটে ক্লার্ক নিয়োগ করতে চেয়ে শূন্যপদের হিসেব চেয়েছে পিএসসি। নবান্ন সূত্রের খবর, বিভিন্ন দপ্তর থেকে শূন্যপদের তালিকা এসেছে এবং তা খুব তাড়াতাড়ি পিএসসি এর কাছে পৌঁছে দেওয়া হবে। তাহলে আশা করাই যাচ্ছে, কয়েক দিনের মধ্যেই অফিসিয়াল নোটিশ প্রকাশ হবে।
বি: দ্র: পোস্টটি নীচের শেয়ার বাটনে ক্লিক করে হোয়াটঅ্যাপ /ফেসবুকে বন্ধুদের শেয়ার করে সবাই কে জানিয়ে দিন।
তথ্যসূত্র : আনন্দবাজার পত্রিকা।
Join Our Facebook Free Job Alert Daily